
সালমান মির্জা,
লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতি করার সময় দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঘটনার সূত্রপাত:
পুলিশ জানায়, ঘটনার রাতে মোমিন নামের এক কাঁচামাল ব্যবসায়ী বাজার থেকে ফেরার পথে একদল ডাকাতের কবলে পড়েন। ডাকাতরা তার গলায় ধারালো ছুরি ঠেকিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই ওই ব্যবসায়ী সেখানে টহলরত পুলিশের সাহায্য চান। তাৎক্ষণিক ব্যবস্থা নিতে রায়পুর থানার ৪টি বিশেষ টিম পুরো এলাকা ঘিরে ফেলে এবং হাতেনাতে ৬ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতদের পরিচয়:
আটককৃতরা হলেন—মোঃ নাবিল হোসেন (২২), মোঃ নয়ন হোসেন (২০), রিমন হোসেন (২০), মোঃ শাকিব হোসেন (২০), মোঃ রাকিব (২০) এবং জিদান (১৫)। তারা সবাই রায়পুর উপজেলার উত্তর চরবংশী, চরপাতা ও চরজালিয়া এলাকার বাসিন্দা।
থানা পুলিশের বক্তব্য:
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী মোমিন বাদী হয়ে রায়পুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ আসামিদের গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, পুলিশের এই তাৎক্ষণিক ও সফল অভিযানে এলাকায় সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। অপরাধ দমনে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

























