
চঞ্চল,
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রংপুর জেলার গঙ্গাচড়া থানা পুলিশের যৌথ অভিযানে মালামালসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। সোমবার দিবাগত রাতে এক শ্বাসরুদ্ধকর ধাওয়া ও নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে গাড়িটি আটক করা হয়।
পুলিশ জানায়, সোম্রবার রাত আনুমানিক ০৪:৩০ ঘটিকায় লালমনিরহাটের কালীগঞ্জ থানাধীন সিরাজুল মার্কেট এলাকায় ডিবির চেকপোস্টের সিগন্যাল অমান্য করে একটি কাভার্ড ভ্যান পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডিবি পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে সেটি রংপুরের গঙ্গাচড়া থানা এলাকায় ঢুকে পড়ে। সেখানে লক্ষিটারী ইউনিয়নে পুলিশ রাস্তায় বেরিগেড দিলে চালক সেটি ভেঙে বিদ্যুতের পিলারে ধাক্কা দেয়। পরবর্তীতে চালক পালিয়ে গেলেও পুলিশ মালামালসহ গাড়িটি জব্দ করে।
এ বিষয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ বলেন: “আমাদের আভিযানিক দল অত্যন্ত সাহসিকতার সাথে দীর্ঘ পথ ধাওয়া করে গঙ্গাচড়া এলাকায় গাড়িটি শনাক্ত করতে সক্ষম হয়। সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। আমরা মালামালসহ গাড়িটি জব্দ করেছি। অপরাধী শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
এ ঘটনায় গঙ্গাচড়া থানায় মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

























