
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে জেলা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে শনিবার সকাল ১১ টায় রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের পানিয়ালা কমার রোডস্থ আবুল হাশেম ভবনে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী ও বাক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক লক্ষীপুর কর্তৃক শীতবস্ত্র ও জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয় কর্তৃক সাদাছড়ি বিতরণ করা হয়েছে।
জেলা দৃষ্টিপ্রতিবন্ধী শাখার সভাপতি মো: ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মো: শাকিল হোসেনের সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারশিদ বিন এনাম,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জিয়াউল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মমিন উল্যাহ স্বপন, কেন্দ্রীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অর্থ সম্পাদক মো: হারুন অর রশিদ, মিজানুর রহমান, হুমায়ুন আহমেদ, শফিকুল ইসলাম, সাগর মোল্লা, হান্নান চৌধুরী, জামাল হোসেন সহ গণমাধ্যম কর্মী।
























