
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত তাঁর নির্বাচনী এলাকার তালগাছিয়া পীর সাহেব মুফতি নুরুল্লাহ আশরাফীর কবর জিয়ারত ও দোয়ার মধ্যে দিয়ে তার নির্বাচনের কার্যক্রম শুরু করেছে।
শুক্রবার (১৬ জানুয়ারী) কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়া মাদ্রাসা এমদাদিয়া মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি প্রখ্যাত আলেম ও ধর্মীয় ব্যক্তিত্ব, তালগাছিয়া মাদ্রাসার পীর সাহেব মুফতি নুরুল্লাহ আশরাফী (রহ.)-এর কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। এরপর গোলাম আজম সৈকড়ত কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় তিনি ৫নং শৌলজালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, সোনার বাংলা সৌদি প্রবাসী কায়ুমের মমতাময়ী মাতা এবং বেতাগি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মরহুম আব্দুল মজিদ মাস্টারের কবর জিয়ারত করেন।
কবর জিয়ারতকালে তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সাবির আহমেদ, বিশিষ্ট শিল্পপতি নিজামুল হক বাবুল হাওলাদার, কাঁঠালিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি পান্না মুন্সী, জেলা যুবদলের সদস্য হালিম শিকদার, কাঁঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কাঁঠালিয়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব শহিদুল হাওলাদার, ৫নং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, কাঁঠালিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খোকন, ৫নং শৌলজালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কাইয়ুম হাওলাদার এবং ৬নং আওরাবুনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি রুবেল হাওলাদার।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মুসল্লি এবং এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময়কালে গোলাম আজম সৈকত বলেন, ধর্মীয় মূল্যবোধ, ন্যায়বিচার ও জনকল্যাণকে সামনে রেখে তিনি রাজনীতি করতে চান। তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

























