
ফারহান ইসলাম, হিলি, পাঁচবিবি প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে প্রকাশ্যে ধূমপান করার অভিযোগে এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে হাকিমপুর পৌর ভূমি অফিসের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে প্রকাশ্যে ধূমপান করার দায়ে এক ব্যক্তিকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয়।
সহকারী ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন বলেন, জনস্বার্থ রক্ষা এবং ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। প্রকাশ্যে ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ। জনসাধারণকে এ বিষয়ে সচেতন হতে হবে এবং আইন মেনে চলতে হবে। অন্যথায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
























