
তৌহিদ বেলাল:
টেকনাফের হোয়াইক্যং এলাকায় মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোঁড়া গুলিতে আহত শিশুটির অবস্থা খুবই আশঙ্কাজনক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন হুজাইফার (৯) শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক।
চিকিৎসকের সাথে কথা বলে জানা গেছে, গুলিবিদ্ধ হুজাইফার মস্তিষ্কে এখনো গুলি রয়ে গেছে। মস্তিষ্কের চাপ কমাতে তার মাথার খুলির কিছু অংশ খুলে রাখা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) শিশুটির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড বৈঠক করেছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে রাখা হয়েছে গুলিবিদ্ধ হুজাইফাকে।
গেল রোববার (১১ জানুয়ারি) সকালে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোঁড়া গুলিতে মারাত্মক আহত হয় নয় বছর হুজাইফা। টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় নিজের বাড়ির উঠোনে গুলিবিদ্ধ হয় সে। তখন সর্বত্র প্রচার হয় শিশুটি মারা গিয়েছে। তাকে প্রথমে স্থানীয় এএসএফ হাসপাতাল, পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে ওইদিন সন্ধ্যা ছয়টার দিকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয় শিশুটিকে।
চিকিৎসকেরা জানান, হুজাইফার মস্তিষ্কে এখনো গুলি রয়ে গেছে। ফলে মস্তিষ্কের চাপ কমাতে মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) প্রধান প্রফেসর হারুন অর রশিদ মুঠোফোনে বলেন, ‘শিশুটির অবস্থা এখনো পরিবর্তন হয়নি। তার জন্য গঠিত মেডিকেল বোর্ড বসে বিস্তারিত আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়েছে।

























