
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন মিতালী মার্কেটের ব্যবসায়ীরা।
রবিবার (৪ জানুয়ারি) বিকাল ৩টা ১৫ মিনিট থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের প্রো-একটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল সংলগ্ন মিতালী মার্কেটের সামনে এ কর্মসূচি পালিত হয়।মিতালী মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মো. জামান মিয়া, সভাপতি, মিতালী মার্কেট দোকান মালিক সমিতির সভাপতিত্বে এবং মো. আবুল হোসেন, সভাপতি, মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃত্বে প্রায় ১৫০ থেকে ১৭০ জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন। পরে ব্যবসায়ীরা মিতালী মার্কেট থেকে একটি মিছিল বের করে মার্কেট চত্বর প্রদক্ষিণ শেষে চাষাড়া অভিমুখী সার্ভিস লেন অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।ব্যবসায়ীরা জানান, ডিপিডিসির প্রায় ৫৩ লাখ টাকা বকেয়া বিদ্যুৎ বিলের কারণে গত ২৮ ডিসেম্বর মিতালী মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে মার্কেটের ব্যবসা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারীক ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারী ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিকাল সোয়া ৪টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

























