
আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নিবার্চন উপলক্ষে ভোটকেন্দ্র পরিদর্শনে শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪ ঘটিকার সময়, দুর্গম চর ঝাউকান্দার উদ্দেশ্যে নদী পথে স্পিডবোর্ড যোগে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ার হোসেনের দিক নির্দেশনায়, থানার সেকেন্ড অফিসার রফিকুজ্জামানের নেতৃত্বে যাচ্ছিল চরভদ্রান থানা পুলিশের একটি চৌকোস দল, হঠাৎ তারা দেখতে পায় যে মাঝ পদ্মা নদীতে দূরে লাকড়ি ধরে কেই ভেসে আছে, ঘটনাটি ঘটে উপজেলার চর ঝাউকান্দা এলাকায় মাঝ নদীতে।
“তাৎক্ষণিক তারা স্পিডবোর্ড ঘুরিয়ে- সেখানে যায়, ঘটনাস্থলে পৌঁছানোর পরে তারা দেখতে পায় যে, লাকড়ি ধরে নদীতে দুই জন ভেসে আছে ও পানিতে হাবুডুবু খাচ্ছে, লাকড়ি সহ- বাধা ছোট্ট একটি নৌকা, দ্রুতই তারা তাদের উদ্ধার করে। উদ্ধার পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে, তারা জানতে পারে যে তাদের পরিচয় (বাবা ও ছেলে), চর থেকে তারা বন কেটে নৌকা নিয়ে আসছিল, হঠাৎ নৌকাটি ভার বহন করতে না পেরে ডুবে যায়।
“পরবর্তিতে দুরের মাছধরা ট্রলার ডেকে সেটির সাহাজ্যে ডুবন্ত ছোট্ট নৌকাটি চরের দিকে টেনে নেয়া ও উদ্ধারকৃত বাবা ছেলেকে মাছ ধরা ট্রলারের সাহায্যে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে দেয়।
“জানা যায়, দুই সপ্তাহ-খানেক আগে বাল্কহেড থেকে নদীতে পড়ে এক শ্রমিক ডুবে যায়- পরবর্তীতে ৭ দিন পর তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল।
“চরভদ্রাসন থানা পুলিশের সহোযোগিতায়, অনেক বড় বিপদের হাত থেকে, বাবা ও শিশু ছেলেটি ফিরে পেলো তাদের নতুন জীবন। এ সময় স্পিডবোর্ডে থানার সেকেন্ড অফিসার রফিকুজ্জামানের সাথে ছিল- কনস্টেবল সবুজ লস্কর, উজ্জল, এবং নরেশ চন্দ্র।
“এ ব্যাপারে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের সেবায় সর্বদাই নিয়োজিত তারই ধারাবাহিকতায়- পুলিশি সেবায় মানবিক কাজ অব্যাহত থাকবে।
চরভদ্রাসন থানা পুলিশের মানবিক এই মহতী কাজকে সাধুবাদ জানিয়েছে সুশীল সমাজ।
























