
শওকত আলম, কক্সবাজার
কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কর্মসূচির প্রথম দিনে কক্সবাজার শহরতলির লিংকরোড এলাকার উম্মে হাবিবা (রা.) বালিকা দাখিল মাদরাসায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উম্মে হাবিবা (রা.) বালিকা দাখিল মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি এবং মশরাফিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক মাওলানা হাফেজ ছালামতুল্লাহ।
কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ বেলালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদরাসার সুপার মাওলানা আবু সুলতান, সহকারী সুপার মাওলানা আ হ ম নুরুল কবির হিলালী, শিক্ষক মাস্টার হাবিবুর রহমান, মাওলানা শাহরুখ হোসেন, মাস্টার রিয়াজ উদ্দিন এবং শিক্ষিকা ফরিদা ইয়াসমিন।
এসময় কক্সবাজার জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাংবাদিক মুহাম্মদ বিন আবদুল্লাহ, রতন দাশ, নুর মোহাম্মদ, হামিদ উল্লাহ, সিরাজুল ইসলাম ও মুহাম্মদ হেলাল উদ্দিন।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি অব্যাহত থাকবে।

























