
মোঃ রুবেল,মোংলা,
বাগেরহাট প্রতিনিধি।।
আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে বিজয়ী করতে করণীয় সাংগঠনিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে মোংলা দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে মোংলা উপজেলা,পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: ভূঁইয়া হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার, সহ-সভাপতি অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক (নজু), সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন লিটন, দপ্তর সম্পাদক অম্বরিশ রায়, উপ-দপ্তর সম্পাদক রতন নন্দি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম’র পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, সাংগঠনিক সম্পাদক ও , মহিলা আ’লীগের সভানেত্রী ও মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইকবাল হোসেন, ,চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ইমরান বিশ্বাস, পৌর সভাপতি,মোঃ মিজানুর রহমান তালুকদার, উপজেলা সাধারণ সম্পাদক হাওলাদার তারিকুল ইসলাম,সাধারণ সম্পাদক ফাহিম হাসান অন্তর, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাতসহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।