
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাকসুদুজ্জামান মাসুদের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মডেল গ্রুপ ফ্যাক্টরি ঘেরাও কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ।
অদ্য ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ বিকাল ৪টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে নারায়ণগঞ্জ-৫ আসনের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট ইউসুফ খান টিপুর নেতৃত্বে প্রায় ৫ হাজার থেকে সাড়ে ৫ হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতে মোঃ রেজা রিপন ও মনির খান, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর বিএনপির সদস্য শওকত হাশেম শকু, বন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা সদ্য প্রয়াত শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং গণতন্ত্র রক্ষায় তার আত্মত্যাগ স্মরণ করেন।
সমাবেশে অ্যাডভোকেট ইউসুফ খান টিপু বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের যে সিদ্ধান্ত হবে, আমি তা মেনে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাল্লাহ।”উল্লেখ্য, খানপুর হাসপাতাল এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি চাষাড়া মোড় অতিক্রম করে ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয় অতিক্রম করে মডেল গ্রুপ ফ্যাক্টরির সামনে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন।

























