
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হোগলা বনের ভিতর থেকে অজ্ঞাত এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন সেনাবাহিনীর আইটি সেন্টারের পাশে মেসার্স এস.এম. ট্রেডার্সের সামনে হোগলা বনের ভিতর শিশুটির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে পুলিশকে খবর দেয়।
সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আনুমানিক দুই দিন বয়সী পুরুষ নবজাতকের লাশ উদ্ধার করে। পরে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়।
নবজাতকের পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের লক্ষ্যে মৃতদেহটি ডাক্তারি পরীক্ষা ও ডিএনএ নমুনা সংরক্ষণের জন্য সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল, নারায়ণগঞ্জের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

























