
আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গ্রাম ভিত্তিক আনসার, (ভিডিপি) (পুরুষ ও মহিলা)
৬ষ্ঠ ধাপ (২০২৫-২০২৬) অর্থবছর। চলমান মৌলিক প্রশিক্ষণ কর্মসূচি চরভদ্রাসন সরকারি কলেজে শুরু হয়েছ, বুধবার (১৭ই ডিসেম্বর) হতে- বুধবার (৩১ ডিসেম্বর) ২০২৫ খ্রিঃ (১০ কার্যদিবস)। প্রশিক্ষণে নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব, ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, দায়িত্ব পালনের সময় করণীয় ও বর্জনীয়, জরুরি পরিস্থিতি মোকাবিলা, শৃঙ্খলা রক্ষা, জনগণের সঙ্গে আচরণ এবং আইনগত দিক সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয় এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
“চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ “আনোয়ার হোসেনের” উপস্থিতিতে- বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর)- প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আনসার ও ভিডিপির অভিজ্ঞ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিনিধিরা। তারা বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে মাঠপর্যায়ে ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তারা আরও দক্ষ ও সচেতনভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন।
“এ সময় বক্তারা আরও জানান, গ্রাম ভিত্তিক এই প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করা হবে এবং ভোটারদের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে। প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যরা নির্বাচনকালীন সময়ে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এই প্রশিক্ষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চরভদ্রাসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

























