
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ বিকালে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ওসমানী পৌর স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ এবং সংলগ্ন ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হুসাইন (সার্বিক) এবং আবু নছব মোঃ আব্দুল্লাহ, প্রশাসক, সিটি করপোরেশন।এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উক্ত প্রীতি ফুটবল ও টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত একাদশ ও সিটি করপোরেশন একাদশ অংশগ্রহণ করে। খেলা শেষে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের মাঝে শান্তনা উপহার প্রদান করা হয়।

























