
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঋণের চাপে মঞ্জুয়ারা (৫৫) নামক এক নারী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে।
পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি আব্দুল আলী পুল এলাকায় শফিউল্লাহ মাস্টারের টিনশেড বাড়িতে বসবাসরত মঞ্জুয়ারা নিজ ঘরের কাঠের ধর্ণার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তিনি যশোর জেলার চৌগাছা থানার আশসিংরী পুকুরিয়া এলাকার মোঃ আলতাফ উদ্দিনের স্ত্রী এবং বর্তমানে মিজমিজি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজন ও নিহতের পরিবারের সদস্যদের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।নিহতের পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ছিলেন এবং ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, মানসিক চাপের কারণেই তিনি আত্মহত্যা করেন।
পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

























