
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মধুপুর উপজেলা প্রশাসনের মহান বিজয় দিবস উদযাপন। মঙ্গলবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে থানা পুলিশের আয়োজনে তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
সকাল সাড়ে আটটায় বংশাই নদীর তীরে বধ্য ভূমিতে অবস্হিত শহীদ স্মৃতিসৌধে ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধে সকল নির্যাতিত নারী, বীরমুক্তিযোদ্ধা ও বীর শহীদদের প্রতি বিনম্রশ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ফুলেল শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করার মধ্যদিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতার লাল সবুজের পতাকা ছিনিয়ে আনা সকল নির্যাতিত নারী, বীরমুক্তিযোদ্ধা ও বীর শহীদদের স্মরন করা হয়। পরে এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মো. মোয়াজ্জেম হোসেন।
সকাল ৯ টায় মধুপুর রানী ভবানী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে শান্তির প্রতীক পায়রা, ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিন্যবাপী কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন।
পরে প্যারেড মাস্টার থানার এস আই নেতৃত্বে পুলিশ, আনছার, ফায়ার সার্ভিসের লোকজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ ও সালাম বিনিময় হয়। কুচকাওয়াজের পর ডিসপ্লে প্রদর্শিত হয়। শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বিজয়ী দলের পুরুস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. নঈম উদ্দীন, মধুপুর থানার অফিসার ইনচার্জ মো. জাফর ইকবাল,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা রকিব আল রানা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, শিক্ষা অফিসার শফিকুল ইসলাম,সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আক্তার মাসুদা, আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার শেখ আব্রারুল হক শিমুল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন,বীরমুক্তিযোদ্ধাগন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
দুপুরে বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতা, অনুষ্ঠিত হয়,।
এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

























