
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ধর্মঞ্জ, মাসদাইর এলাকায় অবস্থিত নির্বাচনী কেন্দ্রসমূহ ১৫ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ বিকালে পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক রায়হান কবির এবং পুলিশ সুপার জনাব মিজানুর রহমান মুন্সি।
পরিদর্শনকালে তারা নির্বাচনী কেন্দ্রের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম খতিয়ে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল হাসিনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফতুল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নানসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সকল ধরনের প্রস্তুতি গ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

























