
আহম্মেদ আল ইভান,
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন এর সঙ্গে চরভদ্রাসন উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ রবিবার (১৪ই ডিসেম্বর) বেলা ১২টায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে নবাগত (ইউএনও) জালাল উদ্দিন কে শুভেচ্ছা ও সম্মাননা হিসেবে একটি মূল্যবান বই উপহার দেওয়া হয়। সৌজন্য সাক্ষাৎকালে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করেন। একই সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নেতৃবৃন্দ বলেন, প্রশাসন ও সামাজিক- রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকলে জনগণের কল্যাণ নিশ্চিত করা সহজ হয়। তারা উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসনের সঙ্গে গঠনমূলক ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় নবাগত ইউএনও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, সরকারের নীতিমালা অনুসরণ করে সবার সহযোগিতা নিয়ে চরভদ্রাসন উপজেলাকে একটি শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
“এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলমী চরভদ্রাসন উপজেলা শাখার সেক্রেটারি কাউসার খান। উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওঃ আতিকুর রহমান ও সেক্রেটারি মহোব্বত হোসেন, চরভদ্রাসন থানা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি সেক সোলায়মান, চরভদ্রাসন থানা শিবিরের সাবেক সভাপতি আমির হোসের, মোঃ এনামুল, নজরুল ইসলাম, মুজাহিদ হোসেন, বোরহান মন্ডল, সাইফুল সহ- অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।
সৌজন্য সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয় এবং শেষে কুশল বিনিময়ের মাধ্যমে সমাপ্তি ঘটে।

























