
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পঞ্চবটি বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির এবং পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, এনায়েত ইউনিয়ন কমান্ডার শামসুল হক, উপজেলা কমান্ডার নূর হোসেন মোল্লাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক রায়হান কবির বলেন, পঞ্চবটি বধ্যভূমি একটি বেদনাবিধুর ইতিহাসের সাক্ষী। মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী দেশের বিভিন্ন স্থান থেকে বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্মমভাবে হত্যা করে তাদের মরদেহ বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেয়। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, যা কোনোভাবেই অস্বীকার করা যায় না।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

























