
শওকত আলম, কক্সবাজার:
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এটি পৃথিবীর ইতিহাসের এক ভয়াবহ ও কালো অধ্যায়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে নিশ্চিত পরাজয় জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। পরিকল্পিতভাবে হত্যা করা হয় বাংলার শ্রেষ্ঠ সন্তান—শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, প্রকৌশলী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদদের।
শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের লক্ষ্যে অদ্য ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ দুপুর ১টা ৩০ মিনিটে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোঃ আঃ মান্নান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান।
আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “মহান মুক্তিযুদ্ধের আলোর দিশারি ছিলেন শহীদ বুদ্ধিজীবীরা। তাঁরা ছিলেন জাতির বিবেক। তাঁদের নির্মম হত্যাকাণ্ড ইতিহাসের এক জঘন্য অধ্যায়।”
বক্তারা আরও বলেন, ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিক্ষক ও শিল্পীদের বাড়ি থেকে ধরে নিয়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করে।
আলোচনা সভায় কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ছাত্র প্রতিনিধিগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

























