
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা থানা পুলিশের পৃথক অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামিসহ নিয়মিত মামলার আরও দুই আসামিকে আটক করা হয়েছে। আটককৃতদের শনিবার (১৩ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়ার সার্বিক দিকনির্দেশনায় থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা করিম সানা ও রুবেল সানা। তারা পাইকগাছা থানার নিয়মিত মামলার আসামি (মামলা নং–৫)। একই গ্রামের সাত্তকী মন্ডল এক বছর এক মাসের সাজাপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে থানা সূত্র।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিনজনকে শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
























