
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন কুতুবপুর ইউনিয়নের পাগলা বৌবাজার এ ওয়ান ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৫) সকালে পাগলা বৌবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৮২ জন, যার মধ্যে ২৫৮টি ভোট কাস্ট হয়। সমিতির সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট ৯টি প্রতীকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি পদে ৩ জন করে মোট ৯ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী—
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ ইব্রাহিম হোসেন (প্রতীক: আনারস) — প্রাপ্ত ভোট ১৪৫টি।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল আল মামুন (প্রতীক: গোলাপ ফুল) — প্রাপ্ত ভোট ১২৪টি।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ এসএম কাদির (প্রতীক: মোরগ) — প্রাপ্ত ভোট ১১৩টি।
নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
























