
মো. সোহাগ হোসেন, বেনাপোল প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী (দল) এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘয়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে উপজেলার ৫ নং বাহদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্দ্যোগে ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাহদুরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর- ৮৫ শার্শা-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও দলটি সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। এসময় প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণট্য রাজনৈতিক জীবনের স্মৃতি তুলে ধরে বলেন বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের মা। তিনি না থাকলে দেশে গণতন্ত্র আর ফিরে আসত না। আজ সেই নেত্রী অসুস্থ, আমারাও অসুস্থ, গোটা দেশ তার জন্য শোকে কাতর। আমি আমার ”মা” বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় শার্শা উপজেলা বাসীর কাছে দোয়া চাই।
এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি আমিনুর রহমান নেদা, যুগ্ন-সম্পাদক তাজউদ্দিন আহমেদ, আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস, সহ-তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সহ-সভাপতি ইদ্রিস মালেক, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল কাদের খাঁ, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যশোর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও শার্শা থানা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক এমদা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আল মামুন বাবলু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, বেনাপোল সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক বিল্পব হোসেন প্রমুখ।
উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন কাল ও তার কর্মের উপর একটি প্রমান্যচিত্র প্রচার করা হয়।
























