
শওকত আলম,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে কক্সবাজারের নবাগত পুলিশ সুপার জনাব এ. এন. এম. সাজেদুর রহমানের সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ সকাল ১১টায় কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার জনাব এ. এন. এম. সাজেদুর রহমান।
সভার শুরুতে পুলিশ সুপার মহোদয় নিজেকে পরিচয় করিয়ে দিয়ে সাংবাদিকদের স্বাগত জানান। পরবর্তীতে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য মাঠপর্যায়ের চ্যালেঞ্জ, নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটার নিরাপত্তা এবং সাংবাদিক–পুলিশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে। আমি কক্সবাজার জেলার দায়িত্ব গ্রহণ করেছি নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য।”
তিনি আরও বলেন, “অতীতের মতো কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় এবং ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এটি নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। কক্সবাজার জেলা পুলিশ সম্পূর্ণ প্রস্তুত।”
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তথ্য আদান-প্রদান ও মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি তুলে ধরতে আপনাদের সহযোগিতা আমাদের প্রত্যাশা।”
সভায় আরও উপস্থিত ছিলেন—পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)
জনাব নাজমুস সাকিব খান, জনাব অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), কক্সবাজার এছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভাটি আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে কক্সবাজারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন

























