
আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মক্তবে পড়ুয়া এক কন্যা শিশু (৮) এর ধর্ষনে অভিযুক্ত মসজিদের ঈমাম মোজাম্মেল হক (২২) কে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। চরভদ্রাসন থানার এস.আই এনামুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল তথ্য প্রযুক্তির মাধ্যমে গত রবিবার দিবাগত রাত সাড়ে ৮টায় ঢাকার খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মাদিয়া মাদ্রাসার পাশ থেকে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেন। সোমবার সকালে মোজাম্মেল হককে ফরিদপুর বিচারকি আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, মোজাম্মেল হক উপজেলার উত্তর আলমনগর গ্রামের মোল্যা বাড়ী জামে মসজিদে ঈমামমি করতো এবং সকালের মক্তবে শিশুদের আরবী শেখাতো। গত ৪ ডিসেম্বর সকাল ৮টায় মোজাম্মেল হক মক্তবের অন্যান্য শিশুদের ছুটি দেওয়ার পর এক কন্যা শিশু (৮) কে আলাদাভাবে পড়ানোর অজুহাত দিয়ে মসজিদে রেখে দেয়। পরে উক্ত শিশুকে মসজিদের ভিতরে নিয়ে ধর্ষন করে বলে অভিযোগ ঈমামের বিরুদ্ধে। শিশুটি অসুস্থ্য অবস্থায় বাড়ীতে এসে তার মাকে ঘটনা খুলে বলে। পরে শিশুটির মা বাদী হয়ে চরভদ্রাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলা নং-০৩, তাং-০৫/১২/২০২৫খ্রি.।
শিশু ধর্ষনে অভিযুক্ত মোজাম্মেল হকের বাড়ী নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামে। সে উক্ত গ্রামের আব্দুল হাই এর ছেলে। মোজাম্মেল হক উপজেলার জামিয়া ইসলামিয়া মারকাযুল উলুম মাদ্রাসায় মাওলানা বিভাগের একজন শিক্ষার্থী। সে পড়াশুনার পাশাপাশি উপজেলার আলমনগর গ্রামের মোল্যা বাড়ী জামে মসজিদে ঈমামতি করে আসছিল। ঘটনার দিন সকালে উক্ত ঈমাম একই গ্রামের এক দরিদ্র পরিবারের কন্যা শিশুকে সুকৌশণে মসজিদের মধ্যে ধর্ষন করে বলে অভিযোগ। তাই তথ্য প্রযুক্তির মাধ্যমে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে চরভদ্রাসন থানায় আনার পরের দিন তাকে কোর্টে চালান করা হয়।
























