
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
খুলনা-৬ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদের সমর্থনে পাইকগাছার লতা ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) বিকালে ইউনিয়ন প্রাঙ্গণে আয়োজিত সভায় স্থানীয়দের দাবি অনুযায়ী ৮নং ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ কালভার্ট নির্মাণে তিনি প্রাথমিক আর্থিক অনুদান প্রদান করেন।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আমরা শুধু ভোট চাইতে আসিনি, মানুষের পাশে দাঁড়াতেই এসেছি। অবকাঠামোগত উন্নয়নই এলাকার অগ্রগতির ভিত্তি। জনগণের কষ্ট লাঘব করাই আমাদের রাজনীতির লক্ষ্য।
সভায় উপস্থিত ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, জেলা ইউনিট সদস্য মোঃ কামাল হোসেন, উপজেলা নায়েবে আমীর মাওঃ বুলবুল আহমেদ, উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন সহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
























