
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমান।
সভায় জাতীয় অনুষ্ঠানের কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, ৩ ব্যাপী বিজয় মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কর্মসূচিকে সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, মহান বিজয় দিবস আমাদের অস্তিত্বের উৎস ও গৌরবের দিন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সবার সহযোগিতায় দিনটি সুষ্ঠু, সুন্দর ও মর্যাদাপূর্ণভাবে উদযাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
























