
মোঃ আসিফুজ্জামান আসিফ,
সাভারের আশুলিয়ায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গণধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে সহপাঠী ও সিনিয়রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের পর ঘটনার ভিডিও ধারণ করে টাকা আদায়ের অভিযোগও উঠেছে আসামিদের বিরুদ্ধে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) ভুক্তভোগী শিক্ষার্থী নিজেই আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন—
দেলোয়ার ভূইয়া (২৬),
তাজুল ইসলাম তাজ (২৩),
শ্রাবণ শাহা ২২ (২৩),
ও সিনিয়র শিক্ষার্থী অন্তু দেওয়ান (২৮)।
চারজনই গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।
পুলিশ জানায়, পিকনিকে যাওয়ার কথা বলে অভিযুক্তরা শিক্ষার্থীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করে এবং এসময় অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে। পরে ভুক্তভোগীর পরিবার বিশ্ববিদ্যালয়ে অভিযোগ জানালে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
অভিযোগে বলা হয়, চিকিৎসার জন্য দীর্ঘ ৮ মাস বিরতির পর বিশ্ববিদ্যালয়ে ফিরলে আসামিরা তাকে ক্লাসরুমে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রেখে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ সৃষ্টি করে। এছাড়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন ধাপে মোট ৯৬ হাজার টাকা হাতিয়ে নেয় তারা।
পরে আবারও শারীরিক সম্পর্ক করতে বাধ্য করার চেষ্টা করায় অসহায় শিক্ষার্থী মঙ্গলবার থানায় মামলা করেন।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন,
“ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে চারজনের নাম উল্লেখ করে মামলা নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”























