
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে রাজু হোসেন(২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের বদিউজ্জামান মোল্লা সড়কের দুলাল মিয়ার বাড়িতে।
প্রত্যক্ষদর্শীরা জানান দুলাল মিয়ার শ্রমিকরা গাছ কাটার সময় রাজুর বন্ধু শ্রমিক রফিক মিয়াকে সাহায্য করতে গেলে গাছ এসে রাজুর গায়ে পড়ে এতে রাজু গাছের নিচে চাপা পড়ে। সাথে সাথে তার মাথা থেতলে মগজ বের হয়ে যায়। এবং ঘটনাস্থলেই রাজু মৃত্যুবরণ করে। রাজু লক্ষ্মীধর পাড়া গ্রামের নোয়াবাড়ির আলী আহমদের ছেলে। সে এক সন্তানের জনক।
এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারি জানান, ঘটনাটি আমি শুনেছি। তবে এটি একটি নিছক দুর্ঘটনা ছাড়া কিছু নয়।
এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি।
























