
বেনাপোল (যশোর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী (দল) বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে বেনাপোল হাই স্কুল মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে’ বেনাপোল পোর্ট থানা ও শার্শা উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের (শার্শা)-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, দলটির সাবকে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
এসময় মফিকুল হাসান তৃপ্তি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমার “মা” বাংলাদেশের মা’ গণতন্ত্রের মা’ আঠারো কোটি মানুষের মা’ বেগম খালেদা জিয়া আজ সুস্থতা। ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন, গোটা বাঙালি জাতি তার জন্য শোকে কাতর। আমরা সাবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য নামাজ পড়ে প্রাণ খুলে দোয়া করব, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
আরো উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক এমদা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহিদুল ইসলাম শহীদ, সদস্য সচিব ওমর ফারুক, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুজ্জামান আরিফ, সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন প্রমূখ।
উক্ত আলোচনা সভা ও দোয়া পরিচালনা করেন বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাহাদাত হোসেন।
























