
মামুন মিঞা, ফরিদপুর:
আলফাডাঙ্গায় বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে আল্লাহ তায়ালা ও রাসূলুল্লাহ (সা.)–কে অশালীন ভাষায় কটূক্তির অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবি এবং তাওহিদী জনতার বিরুদ্ধে দায়ের করা “মিথ্যা মামলা” প্রত্যাহারের দাবিতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় আলফাডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে আলফাডাঙ্গা ওলামায়ে কেরাম ও সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন উলামা পরিষদ আলফাডাঙ্গা উপজেলার সভাপতি মুফতি সিরাজুল ইসলাম।
প্রধান উপদেষ্টার বক্তব্য প্রদান করেন কওমী উলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ।
সঞ্চালনায় ছিলেন উলামা পরিষদের সেক্রেটারি মাওলানা আহসানুল্লাহ।
সভায় বক্তারা কটূক্তির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তাওহিদী জনতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন—
মুফতি কুতুবউদ্দিন, ইমাম, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ;মুফতি তৌফিকুল ইসলাম; মাওলানা আবু মূসা; কারী ইয়াসিন; মাওলানা হাবিবুর রহমান; মাওলানা শরফুদ্দীন; মুফতি মুজাহিদ, এ ছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আলফাডাঙ্গা শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম এবং হাদী মো. জসিমউদ্দিনসহ আরও অনেকে।
বক্তারা শান্তিপূর্ণভাবে নিজেদের বক্তব্য উপস্থাপন করে ধর্মীয় মূল্যবোধ রক্ষায় প্রশাসনের প্রতি যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
























