
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি:
সোমবার (১ ডিসেম্বর) হাটহাজারী উপজেলা প্রশাসনের সহায়তায় ৫০০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলায় সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯৫০ হেক্টর জমিতে। উপজেলার তৈল উৎপাদন লক্ষ্যমাত্রা ও ভোজ্যতৈলের চাহিদা মেটাতে উপজেলা প্রশাসন থেকে উদ্যোগটি গ্রহণ করা হয়। এতে প্রতিজন কৃষক ১ বিঘা জমির জন্য সরিষা বীজ পাবে।
























