
শওকত আলম, কক্সবাজার:
কক্সবাজার সদর মডেল থানার আওতাধীন পিএমখালী ইউনিয়নের ছনখোলা নয়াপাড়ায় মো. শরিফ (৪৮) হত্যা মামলার অন্যতম আসামী মোহাম্মদ ফাহিম (১৬)–কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (০১ ডিসেম্বর ২০২৫) রাত ৮টা ৫৫ মিনিটে সদর থানার একটি টিম অভিযান চালিয়ে নয়াপাড়া এলাকা থেকে আসামী ফাহিমকে আটক করে। গ্রেফতারকৃত ফাহিম আমান উল্লাহ ও খোরশদা বেগমের পুত্র, বাড়ি ছনখোলা নয়াপাড়া, ওয়ার্ড–০২, পিএমখালী ইউপি।কক্সবাজার সদর মডেল থানা
অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান জানান—
“হত্যাকাণ্ডটি একটি গুরুত্বপূর্ণ মামলা। ঘটনার পর থেকেই অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ তৎপর ছিল। মোহাম্মদ ফাহিম হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ায় তাকে আটক করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশ জানায়, আটক ফাহিমকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।























