
মো.ইমরান হোসেন,
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে কালিয়াকৈর বাসষ্ট্যান্ড চত্বরে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক, গাজীপুর– ১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মো.হুমায়ুন কবির খাঁন। অনুষ্ঠানে বিএন পি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
























