
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
বার্ষিক পরীক্ষা কে সামনে রেখে সারা দেশের মতো ৩ দফা দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্ম বিরতি চলছে ।
রামগঞ্জ উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানাগেছে আগামী ১লা ডিসেম্বর হতে উপজেলার ১৬১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও এই কর্মবিরতির কারণে তা ভেস্তে যেতে বসেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গত ৮ নভেম্বর থেকে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছিল । কর্তৃপক্ষের আশ্বাসের কারণে তারা সেখান থেকে চলে আসে। কিন্তু কর্তৃপক্ষ এ পর্যন্ত শিক্ষকদের দাবি বাস্তবায়ন না করে বিভিন্ন টালবাহানা করার কারণে শিক্ষকরা বাধ্য হয়ে কর্মবিরতি পালন করছে।
এ প্রসঙ্গে রামগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল বাশার জানান,শিক্ষকদের ১০ম গ্রেড প্রদান,,১০ বছর ও১৬ বছর অন্তর টাইমস্কেল প্রদান ও শতভাগ পদোন্নতির দাবীতে তারা কর্মবিরতি পালন করছেন।তাদের দাবীটা অত্যন্ত যৌক্তিক কারণ একই যোগ্যতায় অন্যান্য ডিপার্টমেন্টে দশম গ্রেডে চাকরি করছে, আর তাছাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একই পদে থেকে কোন প্রমোশন ছাড়াই চাকরি জীবন শেষ করছে। তাই আমি মনে করি তাদের দাবিটা যুক্তিযুক্ত।
























