
মো.ইমরান হোসেন,
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ সভা কক্ষে
অনুষ্ঠিত হয় । বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর ) কালিয়াকৈর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহমেদ। সভায় আইন শৃঙ্খলা সংক্রান্ত অক্টোবর -২০২৫ মাসিকঅপরাধ বিষয়ক প্রতিবেদনে জানাযায় , ডাকাতি-১, দস্যুতা -১ , ধর্ষণ -৩,অপরহরণ -১ , চুরি -১ ,অন্যান্য চুরি- ৩ ,সড়ক দূর্ঘটনা -৬ ,অপমৃত্যু -৮, মাদক সংক্রান্ত মামলা -১৭ , অন্যান্য – ১৭ , রজুকৃত -মোট মামলা ৫৩ , গ্রেফতারকৃত আসামীর সংখ্যা -৪৮ , নিয়মিত মোট মামলা – ৬১ ।
কালিয়াকৈরে সাম্প্রতিক সময়ে ছিনতাই বৃদ্ধি পাওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয় এবং এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত গৃহিত হয় ।আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর থানার ওসি অপারেশন মো. যোবায়ের , বি.আর,ডি ,বি চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন , কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইমরান হোসেন হান্নান , উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা প্রমুখ । সভায় উপজেলার জনপ্রতিনিধি , সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।

























