
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার শনিবার বিকালে নতুন কোর্ট, চানমারী ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে কথা বলেন।গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার বলেন, এলাকার দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলা দূর করতে তিনি কাজ করতে চান। তিনি দাবি করেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে তিনি এগিয়ে যেতে চান।
এ সময় বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা সভাপতি এডভোকেট মাইনউদ্দিন, জামায়াতে ইসলামী আইনজীবী থানা সভাপতি এডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, সেক্রেটারি এডভোকেট নিজাম উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গণসংযোগে তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করেন।
























