
মো.ইমরান হোসেন,
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় জোড়া ব্রিজের পশ্চিম পাশে আরিফ হোসেন নামে এক বিকাশ এজেন্ট ব্যবসায়ীর কাছ থেকে১৪
লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার লতিফপুর জোড়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটেছে। আরিফ হোসেন উপজেলার টালাবহ এলাকার মৃত আফসার উদ্দিনের বড় ছেলে।
অভিযোগ সূত্রে জানাযায়, আরিফ হোসেন মঙ্গলবার সকালে ওয়ারিশানদের জমি কেনার জন্য প্রায় ১৫ লাখ টাকা নিয়ে বাড়ি থেকে রওনা দেয়। কালিয়াকৈর লতিপুরে জমি রেজিস্ট্রি করতে এসে পাওয়ারনামা সংক্রান্ত জটিলতার কারণে রেজিস্ট্রি স্থগিত হয়ে যায়। পরে জমি দলিল সম্পূর্ণ না হওয়ায় আরিফ হোসেন ছোট দুই ভাই আরফিন হোসেন, আবির হোসে ও বোনের জামাতা আমিনুল ইসলাম মোটরসাইকেল যুগে তিনজন ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাড়িতে যাওয়ার জন্য পাঠিয়ে দেন। আরিফ দলিল লেখকের সাথে পাওয়ারনামা সংক্রান্ত বিষয়টি সমাধানের জন্য আলাপ করছিলেন। এবং ওয়ারিশানদের নিয়ে কালিয়াকৈর বাস স্ট্যান্ডে হোটেলে খাবারের উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ।
কালিয়াকৈর যাওয়ার পথে লতিফপুর জোড়া ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ পিছন থেকে সাদা রঙ্গের একটি প্রাইভেটকার মোটরসাইকেল চাপা দিলে মোটরসাইকেলটি পড়ে যায়। এ সময় তাদের কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত প্রাইভেটকার ঘটনাস্থল ত্যাগ করে। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে প্রাইভেটকার নিয়ে ছিনতাইকারীরা নির্বিঘ্নে পালিয়ে যেতে সক্ষম হয় । ১৪ লাখ টাকা ছিনতাই এর খবর শুনে আরিফ কান্নায় ভেঙ্গে পড়েন এবং অজ্ঞান হয়ে পড়েন। আরিফের ছোট ভাই পোল্ট্রি ব্যবসায়ী আরফিন হোসেন বাদী হয়ে মঙ্গলবার বিকেলে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য যে, গত দুই মাস পূর্বে জুলহাস ভেন্ডারের দশ লক্ষাধিক টাকা নিয়ে কালিয়াকৈর সোনালী ব্যাংকে চালান জমা দেওয়ার জন্য যাওয়ার পথে দিনের বেলায় একই স্থানে ও একই কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। কালিয়াকৈর উপজেলা শিল্পাঞ্চল অধ্যুষিত এলাকায় জমির মূল্য অনেক বেশি। থানার পার্শ্ববর্তী এলাকায় দিনে দুপুরে – প্রকাশ্যে এভাবে ছিনতাই এর ঘটনা বৃদ্ধি পাওয়ায় জমি ক্রেতা- বিক্রেতা, দলিল লেখক ও এলাকাবাসী আইনশৃঙ্খলার বিষয়ে চরম নিরাপত্তাহীনতা ও উদ্বিগ্ন হয়ে পড়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কালিয়াকৈর থানায় অভিযোগের প্রেক্ষিতে গঠনাস্থল পরিদর্শন সহ গুরুত্ব সহকারে তদন্তের কাজ চলছে। দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতার ও টাকা উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছি ।

























