
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা ও মশার উপদ্রব নিয়ন্ত্রণে পাইকগাছা পৌরসভার উদ্যোগে ১ ও ২ নং ওয়ার্ডে মশক নিধন অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) অত্যাধুনিক ফগার মেশিন ব্যবহার করে দুই ওয়ার্ডের প্রধান সড়ক, অলি-গলি, ড্রেন, ঝোপঝাড়সহ মশার প্রজনন উপযোগী স্থানে ধোঁয়া স্প্রে করা হয়। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কার্যক্রমটিকে সফল করে তোলেন।
পৌরসভার এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য-মশার বংশবৃদ্ধি রোধ, প্রাপ্তবয়স্ক মশা ধ্বংস এবং ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়াসহ মশাবাহিত রোগ থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা। পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রেখে সামগ্রিক জনস্বাস্থ্য রক্ষা করাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, জনস্বার্থে এই মশক নিধন অভিযান পর্যায়ক্রমে পুরো পৌরসভা জুড়ে চালানো হবে। তিনি সকল নাগরিককে বাড়ি-ঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশা দমন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।
এদিকে এলাকাবাসীরা নিয়মিত এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ধারাবাহিক মশক নিধন কর্মসূচি মশাবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

























