
মামুন মিঞা, ফরিদপুর:
ফরিদপুরে,নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার ফরিদপুর পুলিশ লাইনস-এর শহীদ ছালাম সভাকক্ষে “থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে” প্রতিপাদ্যকে সামনে রেখে ৪র্থ পর্যায়ের ১৩তম ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম। তিনি প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণার পাশাপাশি নির্বাচনি দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, সততা, নিরপেক্ষতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণে ফরিদপুর জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে আগত ৫০ জন পুলিশ সদস্য অংশ নিয়েছেন। তিন দিনব্যাপী এ কোর্সে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, জননিরাপত্তা, সাইবার মনিটরিং, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ঝুঁকি ব্যবস্থাপনার মতো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।এবং প্রশিক্ষণার্থীদের নির্বাচনি দায়িত্বে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিকতা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা।

























