পাবনা প্রতিনিধি:
পাবনার সুজানগরে মিলন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে সুজানগর উপজেলার রাইশিমুল গ্ৰামের রাস্তার পাশে থেকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক ব্যক্তির মরদেহ রাস্তার পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মিলন হোসেন (৪০) সাঁথিয়া উপজেলার হৈজোর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে থানা মর্গে রাখা হয়েছে। কি কারনে মৃত্যু হয়েছে তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।

























