
শওকত আলম, কক্সবাজার:
কক্সবাজারে তরুণদের উচ্ছ্বাসে নতুন প্রাণ ফিরে পেয়েছে সমগ্র শহর। “তারুণ্যের ভাবনায় ধানের শীষ” শীর্ষক মহাসমাবেশকে কেন্দ্র করে রোববার (২৩ নভেম্বর) পাবলিক লাইব্রেরি মাঠ ও আশপাশের এলাকা রূপ নেয় তারুণ্যের মহাউৎসবে। কক্সবাজার–৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনের ছাত্রদলের আয়োজিত এই জমায়েত মুহূর্তেই পরিণত হয় ঐতিহাসিক মিলনমেলায়—যেখানে তরুণদের স্বপ্ন, প্রতিজ্ঞা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা জ্বলজ্বল করে ওঠে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব লুৎফুর রহমান কাজল। তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির গুরুত্ব ব্যাখ্যা করে তরুণদের দেশের ভবিষ্যৎ গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে মানুষের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করার অনুরোধ জানান।
বেলা একটা বাজার আগেই জেলার বিভিন্ন ইউনিয়ন–ওয়ার্ড থেকে মিছিল এসে জমে ওঠে পাবলিক লাইব্রেরি মাঠসহ আশপাশের এলাকা। তরুণদের হাতে ফেস্টুন–ব্যানার, আর কণ্ঠে সমবেত স্লোগান—সব মিলিয়ে পরিবেশ হয়ে ওঠে প্রাণময় ও প্রেরণাদায়ক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান,
জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল আলম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফারুক আজম, শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপন ও
সঞ্চালনায় করেন জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন।
তারুণ্যের ঢল, উদ্দীপনা আর পরিবর্তনের প্রত্যয়—সব মিলিয়ে এই সমাবেশ যেন নতুন প্রজন্মের উদ্যম ও অদম্য শক্তির প্রতীক হয়ে উঠেছে কক্সবাজারজুড়ে।
























