
শওকত আলম, ককসবাজার:
কক্সবাজার পৌরসভার উদ্যোগে স্থানীয় অর্থনীতি শক্তিশালীকরণ ও পর্যটন খাতের সমৃদ্ধি বিষয়ে এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২২ নভেম্বর ২০২৫ ইং তারিখে কক্সবাজারের লং বিচ হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। তিনি বলেন—বাংলাদেশের পর্যটন সম্ভাবনার সবচেয়ে বড় কেন্দ্র হলো কক্সবাজার, তাই দক্ষ জনবল, আধুনিক পরিকল্পনা ও পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতেই এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন কক্সবাজার পৌরসভার প্রশাসক মোঃ শামীম আল ইমরান। তিনি জানান, কক্সবাজারের অর্থনীতি মূলত পর্যটনকে ঘিরে বিকশিত হওয়ায় স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি, সেবার মান বৃদ্ধির পাশাপাশি নিরাপদ পর্যটন পরিবেশ গড়ে তোলার প্রতি পৌরসভার বিশেষ গুরুত্ব রয়েছে।
দিনব্যাপী প্রশিক্ষণে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন শিল্পের সম্ভাবনা, নগর ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, অতিথি সেবা উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা বিকাশ এবং আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার কৌশলসহ বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারি কর্মকর্তা, পর্যটন ব্যবসায়ী, হোটেল ব্যবস্থাপনা প্রতিনিধি, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে অতিথিরা কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
























