
চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) নবাগত ৫০ জন সাংবাদিক সদস্যকে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নিয়েছে।
২২ নভেম্বর (শনিবার ) সিএমউজে’র হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে ফুল দিয়ে নতুন সদস্যদের বরণ করে নেন সংগঠনের নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমইউজের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহ নওয়াজ।
সিএমইউজের সাধারণ সম্পাদক ও ইংরেজি দৈনিক টাইমস অব বাংলাদেশ এর চট্টগ্রাম ডিভিশনাল এডিটর সালেহ নোমান সদস্যপদ পাওয়া সাংবাদিকদের নাম ঘোষণা করেন। সিএমইউজের যুগ্ম সম্পাদক ও দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন দৈনিক কর্ণফুলীর ফটোসাংবাদিক মোহাম্মদ হোসেন।
বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, নির্বাহী সদস্য ও বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ, সিএমইউজের সহ–সভাপতি মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান মজুমদার নাজিম উদ্দীন, চট্টগ্রাম মেট্রেপলিটন সাংবাদিক সমবায় সমিতির সভাপতি ও দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান মুস্তাফা নঈম, সিএমইউজের সিনিয়র সদস্য আমিনুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি মিয়া মোহাম্মদ আরিফ, দৈনিক কর্ণফুলীর বার্তা সম্পাদক জামাল হাওলাদার ও গ্রীন টেলিভিশনের প্রধান নির্বাহী ওয়াহিদ জামান। দৈনিক ভোরের ডাকের ব্যুরো প্রধান কিরণ শর্মা, দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার ফারুক মুনীর, টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার জুবাইর উদ্দীন ও দৈনিক খবরের কাগজের ফটো সাংবাদিক মোহাম্মদ হানিফ।
নবাগত সদস্যদের বরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিবাদী শাসন আমলে ভিন্নমতের সাংবাদিকরা নানা ধরনের নিপীড়নের শিকার হয়েছেন। এই সময় গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা শুণ্যের কোটায় নেমে এসেছিলো। এখন সবাই মিলে গণ মাধ্যমের হারানো মান-মর্যাদা ফিরিয়ে আনতে একযোগে কাজ করতে হবে।
সদস্যপদ পাওয়া নবীন সদস্যরা বলেন, ‘ট্রেড ইউনিয়ন সাংবাদিকদের অধিকার। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) আজ নতুনদের বরণ করে সেই অধিকারের স্বীকৃতি দিয়েছে। সিএমইউজে নেতৃবৃন্দের প্রতি তারা ধন্যবাদ জ্ঞাপন করেন
























