
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় পাখি সুরক্ষা ও সংরক্ষণে গণসচেতনতামূলক মাঠসভা এবং গাছে পাখির বাসা স্থাপন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া বীজ উৎপাদন খামার প্রাঙ্গণে পাখি শিকার রোধ ও পাখি সংরক্ষণে সচেতনতাবৃদ্ধির লক্ষ্যে এ মাঠসভা আয়োজন করা হয়।
মাঠসভা শেষে বোয়ালিয়া ব্রিজ রোড, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, বাজার খোলা, গদাইপুর বাজার, গদাইপুর ইউনিয়ন পরিষদ, মুক্তির মোড় ও হিতামপুর এলাকার বিভিন্ন গাছে মোট ৪০টি মাটির তৈরি পাখির বাসা স্থাপন করা হয়।
পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ‘বনবিবি’র উদ্যোগে আয়োজিত মাঠসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। প্রধান অতিথি হিসেবে মাঠসভা ও মাটির পাত্র স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু, শেখ মোর্শেদ আলম, মো. তহিদুল ইসলাম, তূর্য সাধু, পরিবেশকর্মী কার্তিক বাছাড়, গণেশ দাস প্রমুখ।
২০১৬ সাল থেকে ‘পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও’ স্লোগানে কাজ করে আসছে বনবিবি। পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত ও অভয়ারণ্য তৈরির লক্ষ্যে সংগঠনটি উপজেলায় বিভিন্ন গাছে মাটির পাত্র ও ঝুড়ি স্থাপন, সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বুদ্ধকরণ সভা ও বিলবোর্ড স্থাপনসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করছে।
বক্তারা পরিবেশ সুরক্ষায় পাখির নিরাপদ বিচরণক্ষেত্র তৈরির আহ্বান জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

























