
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ৭নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২১ নভেম্বর শুক্রবার বিকেল ৩:৩০ ঘটিকায় নাভানা সিটি মাঠে আয়োজিত এই সমাবেশে প্রায় ২০,০০০ নেতাকর্মী মিছিল নিয়ে উপস্থিত হন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় সদস্য সচিব মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না ও সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা।
আজহারুল ইসলাম মান্নান সমাবেশে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে বলেন, “মনোনয়ন চাওয়া দোষের কিছু নয়, তবে দল ও প্রতীকের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না। আসুন দলের সিদ্ধান্ত মেনে ধানের শীষের পক্ষে ভোট দিন।”
সমাবেশে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
























