
আঃ হামিদ (মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য টাঙ্গাইল -১( মধুপুর -ধনবাড়ী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন সমর্থকদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর বহিস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে মধুপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন ওয়ার্ড হতে বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমবেত হতে থাকে। পর হাজার হাজার নেতা কর্মীর সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে। বিক্ষোভ মিছিলটি মধুপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ-সভাপতি এম, রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফ জি, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল,সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

























