
মো.ইমরান হোসেন,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশু স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি উদ্যোগে স্মরণকালের এক বর্ণাঢ্য র্যালি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক গাজীপুর -১ আসনের মনোনয়ন প্রত্যাশী মো. হুমায়ুন কবীর খাঁনের নেতৃত্বে স্মরণকালের বর্ণাঢ্য র্যালি ও মিছিল অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর নিউ মার্কেট চত্বরে জুলাই ২৪ যুদ্ধা শহীদ মুগ্দর ছোট ভাই শ্নিগ্দ শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বিশাল বর্ণাঢ্য র্যালি শুরু হয়। হাজার হাজার বিএনপির নেতা -কর্মী ও সমর্থকদের ব্যানার, ফেস্টুন, বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া, তারেক রহমান সহ হুমায়ুন কবীর খাঁনের ছবি নিয়ে এবং বাদ্যযন্ত্রের তালে তালে দলীয় স্লোগানে পুরা এলাকা মুখরিত হয়ে ওঠে।বর্ণাঢ্য র্যালি কালিয়াকৈর বাইপাস, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, শ্রীফলতলী এলাকা সহ ট্রাকস্ট্যান্ড প্রদক্ষিণ শেষে কালিয়াকৈর বাসটেন্ড চত্বরে শেষ হয়।
শান্তিপূর্ণ বর্ণাঢ্য র্যালি শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজীপুর -১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. হুমায়ুন কবীর খাঁন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল লতিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আখতারুজ্জামান, ভিপি শাহজাহান সিরাজ, সালাউদ্দিন আহমেদ, মোখলেছ উদ্দিন মাস্টার, তপন খান, জয়নাল আবদীন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

























