
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লা আদালত চত্বরে অবস্থিত আইনজীবী সমিতির মসজিদ নির্মাণ কাজ একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ বিষয়ে নানা গুঞ্জনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে আইনজীবী সমিতি ভবনের নিচতলায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন এডভোকেট জাকির হোসেন, আহবায়ক, আইনজীবী ফোরাম। এতে আরও উপস্থিত ছিলেন এডভোকেট সালাউদ্দিন সবুজ, এডভোকেট মাইনউদ্দিন (জামায়াতে ইসলামী), এডভোকেট আনোয়ার হোসেন প্রধান (সাধারণ সম্পাদক), এডভোকেট সরকার হুমায়ুন কবির (সভাপতি), এডভোকেট আবুল কালাম আজাদ জাকির (পিপি), এডভোকেট গাজী আব্দুল গাফফার (সদস্য সচিব), এডভোকেট আব্দুল বারী ভূইয়া (সিনিয়র আইনজীবী)সহ প্রায় ৭০ থেকে ৮০ জন আইনজীবী।
সভায় জানানো হয়, মসজিদ নির্মাণকাজ বন্ধ থাকলেও তহবিল বা দানের অর্থ সংক্রান্ত কোনো অনিয়ম বা নয়-ছয় ঘটেনি এবং ঘটবে না। বক্তারা বলেন, “মসজিদের অর্থ সঠিকভাবে ব্যবহৃত হবে। কেউ যেন ব্যক্তিগত স্বার্থে এ নিয়ে বিভ্রান্তি ছড়াতে না পারেন।”
সংবাদ সম্মেলনে আরও ঘোষণা দেওয়া হয় যে—
মসজিদ কমিটির সভাপতি হিসেবে জেলা প্রশাসক মহোদয় দায়িত্ব পালন করবেন।
কমিটিতে কেবল আইনজীবী সমিতির সদস্যরাই অন্তর্ভুক্ত থাকবেন।মসজিদ অন্যত্র স্থানান্তর করা যাবে না।
মসজিদ সম্প্রসারণের নামে কোনো নতুন জায়গা দখল বা স্থান পরিবর্তনের উদ্যোগ নেয়া হবে না।বক্তারা বলেন, আদালত চত্বরে অবস্থিত এই মসজিদটি আইনজীবীদের ধর্মীয় চর্চার একটি গুরুত্বপূর্ণ স্থান। তাই এর উন্নয়ন বা সংস্কার সংক্রান্ত সব সিদ্ধান্ত আইনজীবী সমিতির ঐকমত্যের ভিত্তিতেই হবে।সভাটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
























