
আঃ হামিদ (মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধি:
বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) মধুপুর উপজেলা শাখার কমিটির পরিচিতি এবং আইডি কার্ড বিতরণ, বাল্য বিবাহ প্রতিরোধ, নারী- পুরুষ নির্যাতন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও অবৈধ দখল প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) মধুপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল হামিদ। বাসক মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা দায়রা জজ আদালতের বিশেষ পি,পি ও বাসক টাঙ্গাইল জেলা শাখার উপদেষ্টা এড. মোঃ শাহজাহান কবির। অনুষ্ঠানটি উদ্ভোধন করেন টাঙ্গাইল জেলা দায়রা জজ আদালতের বিশেষ এ,পি,পি, প্যানেল আইনজীবী,ও টাঙ্গাইল জেলা বাসকের সেক্রেটারী জেনারেল এড. মোহাম্মদ ফরিদ আহমেদ ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বাসক) টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল আইনজীবী এড. সারমিন খাঁন, (বাসক) টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও প্যানেল আইনজীবী এ পি,পি এড. মাসুদ রানা। বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আইন-সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) প্রধান কার্যালয়ের (প্রশাসনিক বিভাগের) পরিচালক প্রশাসক মো. আশিক।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার রকিব আল রানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.মোস্তফা হোসাইন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নারায়ন ভৌমিক, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাজমুল হাসান, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক), ঘাটাইল শাখার সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমান প্রমুখ। এসময় মধুপুর উপজেলা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন( বাসক) এর সকল নেতৃবৃন্দ ও সদস্য গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) মধুপুর উপজেলা শাখার সকল সদস্যদের হাতে পরিচয় পত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। অতিথিদের মাঝে উপহার স্বরুপ ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ আইন-সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) মধুপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
























